Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গার মৃত্যু


১২ মার্চ ২০২০ ১৩:০৯ | আপডেট: ১২ মার্চ ২০২০ ১৩:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিনের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে টেকনাফের শাপলাপুর মেরিনড্রাইভ সড়কে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. কলিমুল্লাহ ওরফে সাইফুল ও নূর কামাল ওরফে সোনাইয়া। র‌্যাবের দাবি, নিহতরা রোহিঙ্গা ডাকাতদল জকির গ্রুপের সদস্য।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি এক নলা বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এসময় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন।

বিজ্ঞাপন

টেকনাফের নয়াপাড়া, শালবাগান ও জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকায় অবস্থান নিয়ে অস্ত্রধারী জকির বাহিনীসহ বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ মাদক ব্যবসা, খুন, অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ আছে। এর আগেও কয়েকবার এসব বাহিনীর সঙ্গে র‌্যাবের গোলাগুলির ঘটনা ঘটেছে।

টেকনাফে বন্দুকযুদ্ধ র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’