রাবিতে জনসমাগমে নিষেধাজ্ঞা, ছাত্রীদের গণরুম সরিয়ে নেওয়া হবে
১২ মার্চ ২০২০ ১৩:৩৩
রাবি প্রতিনিধি: নভেল করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় ক্যাম্পাসে জনসমাগম ঘটে এমন সব ধরনের অনুষ্ঠান পালনে নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুজিববর্ষ উদযাপন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত একটি সূত্র জানিয়েছে, সরকারের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়েও জনসমাগম হয় এমন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ ছোট পরিসরে মুজিববর্ষের অনুষ্ঠানের আয়োজন করা হবে। যে অনুষ্ঠানগুলোতে বেশি মানুষের সমাগম হয় সেই অনুষ্ঠানগুলো স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, মুজিববর্ষ উদযাপন কমিটির বৈঠকে ক্যাম্পাসে জনসম্পৃক্ততামূলক অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা বুধবার থেকেই কার্যকর হয়েছে।
অন্যদিকে, গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আবাসিক হলের প্রাধ্যক্ষদের এক জরুরি সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ছাত্রী হলগুলোর গণরুমে ঠাসাঠাসি করে থাকা ছাত্রীদের বিভিন্ন রুমে সরিয়ে নেওয়া হবে।