কুড়িগ্রামে একজন হোম কোয়ারেনটাইনে
১২ মার্চ ২০২০ ১৫:২৩
কুড়িগ্রাম: করোনাভাইরাস সংক্রমনের সতর্কতায় বিদেশ ফেরত এক বাংলাদেশিকে কুড়িগ্রামে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে।
চলতি মাসের প্রথম সপ্তাহে মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে বাংলাদেশে আসেন কুড়িগ্রামের এই ব্যক্তি।
এই তথ্য জানার পর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করে তাকে হোম কোয়ারেনটাইনে থাকার পরামর্শ দেয়। তার ওপর নজরদারি রাখা হচ্ছে বলেও জানায় স্বাস্থ্য বিভাগ।
জেলার সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, ‘আমরা পুরো জেলায় নজরদারি রাখছি। বিদেশ ফেরত কারও খোঁজ পেলে তাদেরকে হোম কোয়ারেনটাইনে রেখে নজরদারি রাখা হচ্ছে। এছাড়াও সম্ভাব্য সংক্রমন মোকাবিলায় আমরা প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রেখেছি।’
এর আগে জেলার সদর উপজেলায় চীন ফেরত দুই বাসিন্দাকে ১৪ দিন হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছিল। তবে তাদের মধ্যে কোভিড-১৯ রোগে আক্রান্তের কোনও লক্ষণ পাওয়া না যাওয়ায় গত ২০ ফেব্রুয়ারি তাদেরকে মুক্ত করা হয়।