Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস: স্বেচ্ছায় কোয়ারেনটাইনে রোনালদো


১২ মার্চ ২০২০ ১৭:৩৫

ইতালিতে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে করোনাভাইরাস। এর দ্রুত বিস্তার ঠেকাতে ইতালিতে স্থগিত করা হয়েছে সব ধরনের ক্রীড়া ইভেন্ট। এ ঘটনায় বাড়তি সতর্কতা হিসেবে স্বেচ্ছায় কোয়ারেনটাইন বেছে নিয়েছেন পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

গত রোববার (৮ মার্চ) ইতালিয়ান সিরি ‘এ’ লিগের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে ২-০ তে জিতেছে রোনালদোর জুভেন্টাস। ওই ম্যাচে জুভেন্টাসের স্কোয়াডে থাকা ড্যানিয়েল রুগানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোনালদো-ড্যানিয়েল রুগানি যেহেতু একসঙ্গে অনেকটা সময় পার করেছেন ফলে করোনাভাইরাস ছড়ানোর আশংকা থেকেই যায়।

বিজ্ঞাপন

এই শঙ্কা থেকে স্বেচ্ছায় নিজের বাড়িতে কোয়ারেনটাইনে গেছেন রোনালদো।

এ বিষয়ে জুভেন্টাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার অনুশীলন না করে বসায় ফিরে গেছেন রোনালদো। এখন তিনি নিজের বাড়িতে আছেন।

ইতালিতে করোনাভাইরাসের কারণে এখন পর্যন্ত ৮৪৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। করোনাভাইরাসের আতঙ্গে বিশ্বজুড়ে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট স্থগিতের ধুম পড়েছে।

ক্রিশ্চিয়ানো টপ নিউজ রোনালদো

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর