Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস: পণ্যের বাড়তি দাম ঠেকাতে মাঠে ভোক্তার ৭ টিম


১২ মার্চ ২০২০ ১৭:৪৯

ঢাকা: করোনাভাইরাসের প্রভাবে সাধারণ জনগণ দোকানে পণ্য কিনতে গিয়ে বাড়তি দাম মেটাচ্ছেন। এ পরিপ্রেক্ষিতে পণ্যের বাড়তি দাম ঠেকাতে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সাতটি টিম।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এই মুহূর্তে সাধারণ মানুষজনের মনে আতঙ্ক বিরাজ করছে। তারা করোনা প্রতিরোধের জন্য নানা ধরণের পণ্য কিনছেন। এই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী গলাকাটা দাম নিচ্ছেন। শুরুর দিন থেকেই মহাপরিচালকের নির্দেশ ছিল, যারা মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজেশন পণ্যগুলোর সংকট দেখিয়ে দাম বেশি নেবে তাদের বিরুদ্ধে অভিযান চালাতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তারই ধারাবাহিকতায় আমরা গুলশানে দুটি ফার্মেসিকে সিলগালা করেছি। অসাধু ব্যবসায়ীদের সেদিন আমরা সতর্ক বার্তা দিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে অনেক গ্রাহক অভিযোগ করেছেন। আমাদের ফেসবুক পেইজে অনেকেই জানাচ্ছেন, দাম বেশি নিচ্ছে অনেক ব্যবসায়ী। সেজন্য আমরা অভিযানে নেমেছি। সাতটি টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালাবে।’

অভিযান ভোক্তা অধিকার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর