Wednesday 16 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খোলা জায়গার বদলে শ্রেণিকক্ষের ভেতরেই হবে অ্যাসেম্বলি


১২ মার্চ ২০২০ ১৮:২৭

ঢাকা: উন্মুক্ত জায়গার বদলে শ্রেণিকক্ষের ভিতর সমাবেশ ও জাতীয় সংগীত গাওয়ার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বুধবার (১১ মার্চ) বিকেল থেকে সারাদেশের সব স্কুল ও কলেজে এমন নির্দেশনা পাঠাচ্ছে মাউশি। নির্দেশনায় খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ যেসব অনুষ্ঠানে জনসমাগম হয়, সেসব অনুষ্ঠানের নতুন সময়সূচি তৈরি করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব স্কুল-কলেজে এ নিয়ম চালু থাকবে।

বিজ্ঞাপন

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা ওই নির্দেশনায় বলা হয়, ‘সরকার ইতোমধ্যে করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। এ ভাইরাসের সংক্রমণ রোধে সবার সতর্কতা ও সচেতনতা প্রয়োজন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অধীন সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে এ পরিস্থিতি মোকাবিলায় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হলো।’

এতে আরও বলা হয়, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য যেসব অনুষ্ঠানে জনসমাগম হয় সেসব অনুষ্ঠান আয়োজনের সূচি পুনর্বিন্যাস করে পরবর্তী সময়ে আয়োজনের নির্দেশনা দেওয়া হলো। এছাড়া পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ শ্রেণি কক্ষগুলোতে আয়োজন করতে হবে। সেখানেই জাতীয় সংগীত গাওয়াসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে।’

করোনাভাইরাস প্রতিরোধে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইটে প্রকাশিত করোনাভাইরাসের তথ্য সংবলিত নির্দেশনা ও পরামর্শ অনুসরণীয়-উল্লেখ করে নির্দেশনায় জরুরি প্রয়োজনে আইইডিসিআরের করোনা কন্ট্রোল রুমে (০১৭০০-৭০৫৭৩৭) অথবা হটলাইন নম্বরে (০১৯৩৭-১১০০১১, ০১৯৩৭-০০০০১১, ০১৯২৭-৭১১৭৮৪, ০১৯২৭-৭১১৭৮৫) যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

অ্যাসেম্বলি খোলা জায়গা জাতীয় সংগীত শ্রেণি কক্ষে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর