‘বার্ন ইনস্টিটিউট না থাকলে বিচ্ছিন্ন হাত জোড়া লাগত না’
১২ মার্চ ২০২০ ১৯:১১
ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এরকম একটি ইনস্টিটিউট না করলে শিক্ষিকার বিচ্ছিন্ন হাতটি জোড়া লাগানো সম্ভব ছিল না। এই ইনস্টিটিউটের কারণেই বিরল একটি কাজ চিকিৎসকরা করে দেখিয়েছেন। ওই শিক্ষিকার হাতের অবস্থা এখন ভালো আছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি উইলস লিটল ফ্লাওয়ার এর শিক্ষিকা ফাহিমা বেগমকে দেখতে এসে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ সব কথা বলেন। এ সময় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের পরিচালক ডা. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রোগী ভালো আছে। তার বিচ্ছিন্ন হাতটি জোড়া দেওয়ার পরে সেখানে রক্ত চলাচল স্বাভাবিক আছে। আমরা দোয়া করি ওই শিক্ষিকা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বিরল এই সফল অস্ত্রোপচারের জন্য সেই সব চিকিৎসকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’
আরও পড়ুন: ৫ ঘণ্টার অস্ত্রোপচারে জোড়া লাগল ফাহিমার বিচ্ছিন্ন হাতটি
মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। এই ইনস্টিটিউট না হলে বিরল অস্ত্রোপচারটি হতো না। এরকম অস্ত্রোপচার আগামীতে অন্যান্য ইনস্টিটিউটগুলোতে করতে হবে।’
এদিকে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘করোনাভাইরাসের জন্য আমাদের প্রস্তুতি দুই মাস আগে থেকেই শুরু হয়েছে। এখন এই উদ্যোগ জেলা-উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিয়েছি। আমরা তিনটি জাতীয় কমিটি করেছি। এখন বাংলাদেশের সকলেই করোনাভাইরাস সতর্ক আছে। এই ভাইরাসের কোনো চিকিৎসা না থাকলেও আইসোলেশন এর মাধ্যমে তাদের থাকতে হবে। এইসব রোগী জনসম্মুখে এলে এটি দ্রুত ছড়িয়ে পড়বে। এই ব্যাপারে বাংলাদেশের সকল পর্যায়ের সবাই এখন সজাগ আছে। যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল তাদের মধ্যে দুইজন ভালো আছে।’