Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করা ব্রাজিলিয়ান সচিব করোনায় আক্রান্ত


১২ মার্চ ২০২০ ২২:২৩ | আপডেট: ১৩ মার্চ ২০২০ ০০:৫৬

করোনাভাইরাস টেস্টে পজিটিভ রিপোর্ট এসেছে ব্রাজিল সরকারের যোগাযোগ সচিব ফ্যাবিও ওয়াংগার্টেনের। এতে কপালে ভাঁজ পড়েছে হোয়াইট হাউজে।

তার কারণ, সম্প্রতিকালে তিনি ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আবার ট্রাম্পের সঙ্গে ছিলেন তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

মি. ওয়াংগার্টেন তার ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেছেন, সেখানে দেখা গেছে ফ্লোরিডাতে একটি অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে দাঁড়িয়ে আছেন।

এ বিষয়ে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এরপর থেকে প্রেসিডেন্ট বলসোনারোকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তার মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ দেখা যাচ্ছে কি না।

তবে ইতোমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছে, করোনার ব্যাপারে তিনি উদ্বিগ্ন না।

করোনাভাইরাস ট্রাম্প ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর