চসিক: ভোটকেন্দ্রে ভোটার আনতে প্রচারণায় নির্বাচন কর্মকর্তারা
১৩ মার্চ ২০২০ ০০:৪৫
চট্টগ্রাম ব্যুরো: ক্রমাগতভাবে ভোটবিমুখ হয়ে পড়া ভোটারদের ভোটকেন্দ্রে টানতে প্রচারণায় নেমেছে নির্বাচন কমিশন (ইসি)। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে প্রচারপত্র বিলি করেছেন নির্বাচন কর্মকর্তারা। এর পাশাপাশি তারা করোনাভাইরাস নিয়ে সচেতনতা তৈরিতে সচিত্র প্রচারপত্রও বিলি করেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে নগরীর কাজীর দেউড়ি, আন্দরকিল্লা ও প্রেস ক্লাবের সামনে দুই ধরনের প্রচারপত্র বিলি করেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। এসময় তিনি ভোটারদের ভোটকেন্দ্রে আসার অনুরোধ করেন।
ভোট নিয়ে প্রচারণায় ইভিএমে কীভাবে ভোট দিতে হবে, মেয়র ও কাউন্সিলর পদে আলাদা আলাদা বাটন টিপতে হবে ইত্যাদি নির্দেশনা সম্বলিত প্রচারপত্র বিতরণ করা হয়। আর করোনা নিয়ে প্রচারপত্রে রয়েছে কীভাবে হাত ধুতে হবে, হ্যান্ডশেক না করা ইত্যাদি বিষয়।
জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মুনির হোসাইন খান বলেন, ‘আমরা ভোটার এডুকেশন কর্মসূচি শুরু করেছি। নির্বাচন ও করোনা সম্পর্কে সচেতনতা বাড়াতে এটা করা হয়েছে। সাধারণ মানুষের হাতে হাতে প্রচারপত্র বিতরণ করে ভোটকেন্দ্রে আসার জন্য বলা হয়েছে। পাশাপাশি করোনার সংক্রমণ রোধে সতর্ক থাকতে বলা হয়েছে।’
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুর রহমান, মো. শাহাদাত হোসেন, মো. কামরুল আলম।
ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটের হার ৩০ শতাংশের নিচে নেমে আসার পর ভোটারদের ভোটবিমুখ হওয়া নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এই অবস্থায় নির্বাচন কমিশন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ভোটের হার বাড়াতে মরিয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে। এর আগে তিন দিন সরকারি ছুটি থাকবে। ২৬ মার্চ বৃহস্পতিবার স্বাধীনতা দিবস, ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার সাপ্তাহিক সরকারি বন্ধ থাকবে। তিন দিনের বন্ধে ভোটাররা চট্টগ্রাম নগরী ছেড়ে যাবেন— এমন আশঙ্কায় ভোটার কম হওয়ার আশঙ্কা আছে নির্বাচন কর্মকর্তাদের মধ্যে।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে ভোটের হার ছিল মাত্র ২২ দশমিক ৯৪ শতাংশ। ওই আসনের মোট ভোটার ৪ লাখ ৭৩ হাজার ২৪৭ জন। ভোট দিয়েছিলেন মাত্র ১ লাখ ৮ হাজার ৫৮১ জন।
এরপর রাজধানীতে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে ভোট পড়েছে ২৫ দশমিক ৩ শতাংশ, ঢাকা দক্ষিণে ২৯ শতাংশ।
চসিক নির্বাচন নির্বাচন কমিশনের কর্মকর্তা প্রচারপত্র বিলি ভোটার উপস্থিতি