করোনা সচেতন করতে লিফলেট হাতে আওয়ামী লীগ
১৩ মার্চ ২০২০ ১৪:৩৮
ঢাকা: দেশের প্রধানমন্ত্রী নিজেই সতর্কতা থেকে প্রতিদিনের বক্তৃতায় করোনাভাইরাস সম্পর্কে করণীয় বলে যাচ্ছেন। তার নির্দেশে দলীয়ভাবেও সতর্কতামূলক ক্যাম্পেইন শুরু করা হয়েছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (১৩ মার্চ) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে করোনাভাইরাস নিয়ে পূর্ব সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই একজন ক্যাম্পেইনার হয়ে করোনাভাইরাস নিয়ে তার প্রতিদিনের বক্ততায় করণীয় সম্পর্কে বলে যাচ্ছেন। এতে দেশে সতর্কতামূলক একটা আবহ তৈরি হয়েছে। তারপরও দলের পক্ষ থেকে দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাসের সংক্রামণ থেকে রক্ষা পেতে পূর্ব সতর্কতামূলক বিষয়ে করণীয় উল্লেখ করে ক্যাম্পেইন শুরু করা হয়েছে।
লিফলেটে ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন’ এমন আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দেশবাসিকে কিছু সতর্কতামূলক করণীয় মেনে চলার আহ্বান জানানো হয়েছে ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে।
করণীয়গুলোতে বলা হয়েছে, ‘ঘন ঘন সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত পরিষ্কার করুন, হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত থাকুন, জ্বর, সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীরে ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, আগে খাবার ভাল করে ধুয়ে নিন এবং সেদ্ধ করুন, হাঁচি-কাশির সময়ে টিস্যু অথবা কাপড় দিয়ে বা বাহুর ভাজে নাক-মুখ ঢেকে ফেলুন। ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলুন ও হাত পরিষ্কার করুন, জনবহুল স্থানে বা গণপরিবহনে মুখে মাস্ক ব্যবহার করুন। যথাসম্ভব জনসমাগম পরিহার করুন, যেখানে-সেখানে থুথু ফেলবেন না, ময়লা কাপড় বেশি দিন জমিয়ে রাখবেন না, দ্রুত ধুয়ে ফেলুন।
বিশ্বব্যাপী করোনাভাইরাস সংকটের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশে এখন সংকটটি সেভাবে আসেনি। এই সংকট মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নেওয়া আছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেছেন, করোনা ভাইরাসে ৭০ শতাংশ লোক আক্রান্ত হতে পারে। ইতালিতে অনেক মানুষ মারা গেছে। গোটা ইউরোপে এখন ছড়িয়ে পড়েছে। কাজেই আমাদের দেশে যাতে এই রোগটি এসে বিস্তৃত হতে না পারে, সেজন্য যেসব সচেতনতার দরকার, সতর্কতামূলক উদ্যোগ নেওয়া দরকার, সে ব্যাপারে দেশবাসিকে প্রতিনিয়ত অবহিত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই।
তিনি আরও বলেন, করোনার সতর্কতামূলক ব্যবস্থায় রাজধানীর পাশাপাশি সারাদেশে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু ঢাকা শহরে নয়, তৃণমূল পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণের এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের হাতে সচেনতামূলক লিফলেট তুলে দেন ওবায়দুল কাদের।
লিফলেট বিতরণ শেষে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় সংলগ্ন বিভিন্ন সড়কে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় অন্য নেতারা।
এ সময় দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।