Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভয়ের কিছু নেই, সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে’


১৩ মার্চ ২০২০ ১৮:৫২

বাগেরহাট: নির্বাচনে ভোট দেওয়া নিয়ে ভোটারদের নির্ভয়ে থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, নির্বাচন নিয়ে ভয়-ভীতির কিছু নেই। আমরা নির্বাচনের একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করব। একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১টায় নির্বাচনি কর্মকর্তাদের এক প্রশিক্ষণ অনুষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসব কর্মকর্তা বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণে যুক্ত থাকবেন।

প্রশিক্ষণ অনুষ্ঠান পরিদর্শন শেষে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আমরা সবাইকে বলেছি, প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করবেন। সবাই দায়িত্ব নিয়ে কাজ করলে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা থাকবে না। ভোটাররা যে যার মতো ভোট দেবে এবং নির্ভয়ে বাড়ি যেতে পারবে।

প্রশিক্ষণ-পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. নুরুজ্জামান তালুকদার, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। মোরেলগঞ্জ এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্চবান কর্মকর্তা মো. ইউনুচ আলী।

মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল এ সময় উপস্থিত ছিলেন।

গত ১০ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন মারা গেলে আসনটি শূন্য হয়। ৬ ফেব্রুয়ারি এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২১ মার্চ উপনির্বাচনে ভোটগ্রহণ হবে।

উপনির্বাচনে বিএনপি প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল, আবেদনেও তা বৈধতা পায়নি। জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রীর মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। পরে আবেদনে বৈধতা ফিরে পেয়েছেন তিনি। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বাগেরহাট-৪ উপনির্বাচন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর