Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে মধ্যপ্রাচ্যফেরত ৬ জন হোম কোয়ারেনটাইনে


১৩ মার্চ ২০২০ ২১:৩৮

কুড়িগ্রাম: করোনাভাইরাস সংক্রমণরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সৌদি আরব ও আরব আমিরাতফেরত ৬ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. নজরুল ইসলাম জানান, হোম কোয়ারেনটাইনে থাকা সবাই সদর উপজেলার বাসিন্দা। এদের মধ্যে সৌদিআরব থেকে ওমরাহ হজ পালন করে এসেছেন ৫ জন। তারা গত ৪ ও ৫ মার্চ দেশে ফিরেছিলেন। তাদের বয়স ৪০ থেকে ৫৯ বছরের মধ্যে। এছাড়া গত ৮ মার্চ দুবাই থেকে ৩৫ বছর বয়সী এক যুবক ফেরত এসেছেন। তারা সবাই সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন।

তিনি আরও জানান, করোনাভাইরাসের সংক্রমণরোধ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের সবাইকে ১৪ দিন হোম কোয়ারেনটাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, করোনাভাইরাস মোকাবিলায় জেলার হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড স্থাপন করে ৩১টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এরমধ্যে জেলা সদরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ১০টি এবং ৮টি উপজেলা হাসপাতালে ২১টি বেড রয়েছে।

জেলা প্রশাসক সুলতানা পারভীন জানান, কোয়ারেনটাইনে রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। সেইসঙ্গে জনসমাগম হয় এমন সভা-সমাবেশ এড়িয়ে চলার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

করোনাভাইরাস কুড়িগ্রাম কোয়ারেনটাইন


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর