Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আতঙ্ক ছড়াবেন না, স্কুল-কলেজ বন্ধের মতো পরিস্থিতি হয়নি: কাদের


১৪ মার্চ ২০২০ ১৬:৫৬

ঢাকা: করোনা ভাইরাসের সংকটের কারণে দেশে স্কুল-কলেজ বন্ধ ঘোষণার দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সময়মতো আমরা পদক্ষেপ নেব। কারণ এখন এটা নিয়ে প্যানিকি (আতঙ্কিত) করে কোনো লাভ নেই। আমাদের এখানে বিষয়টা ওই পর্যায়ে আসেনি। যদি বিষয়টি খারাপ দিকে মোড় নেয় বা স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে সেটা অবশ্যই করা হবে।’

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের পক্ষ থেকে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারপত্র বিলির পূর্বে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা জানেন যে, আমরা আমাদের বহুল প্রতীক্ষিত অনেক প্রত্যাশিত ঐতিহাসিক মুজিববর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। দুদিন পরেই সেই শুভক্ষণ, আমাদের সেই স্বপ্নের দিন। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শুভ সূচনা। যেই অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ উৎসবমুখর বর্ণাঢ্য পরিবেশে করবো, এমনটাই আমাদের প্রস্তুতি ছিল।’

বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব প্রকটভাবে ছড়িয়ে পড়ার কারণে মূল অনুষ্ঠানের অনেক কাঁটছাট করার বিষয়টিও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এটা চায়না থেকে শুরু হয়ে এখন কোনো দেশের বিষয় নয়। সর্বশেষ সারাবিশ্বে দেখা যাচ্ছে, ১২৮টি দেশে ছড়িয়ে পড়েছে এই করোনা ভাইরাস। যেখানে কানাডার প্রধানমন্ত্রী, তার স্ত্রী, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, ব্রাজিলের প্রেসিডেন্ট; এমন অনেকের আক্রান্ত বা সংক্রামিত হওয়ার খবর, আমরা প্রতিনিয়তই পাচ্ছি। যেখান থেকে শুরু হয়েছে, চায়না মূলত কন্ট্রোল করতে পেরেছে। তাদের কন্ট্রোলের যে সাকসেস স্টোরি, সে বিষয়ে তারা আমাদের কাছেও চিঠি পাঠিয়েছে। বলেছেন যে, তাদের থেকে আমদের যদি কোনো প্রয়োজনীয় সহযোগিতা প্রয়োজন হয় তাহলে তারা আমাদেরকে এ ব্যাপারে সাহায্য করতে পারেন। সেটা আমরা সরকারি পর্যায়ে চিন্তাভাবনা করছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা একদিকে মুজিববর্ষ পালনের কর্মসূচি নিচ্ছি, অন্যদিকে করোনোবিরোধী আমাদের করণীয় দেশবাসীর করণীয় সম্পর্কেও দেশের জনগণকে প্রস্তুত করার সতর্কতার ভিশন নিয়ে নেমেছি। আমাদের এখানে এখনো করোনার বিষয়টি সংক্রমিত আকারে হয়নি। আমাদের এখানে খোঁজখবর আমরা প্রতিনিয়তই নিচ্ছি। সরকারিভাবে বেসরকারিভাবে সারাদেশে প্রধানমন্ত্রীর নির্দেশে নজরদারি চলছে।’

বিজ্ঞাপন

করোনাভাইরাসের সংকটের কারণে বিভিন্ন মহল থেকে দেশে স্কুল-কলেজ বন্ধ ঘোষণার দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অনেকেই বলছেন যে স্কুল-কলেজ, দুনিয়ার কিছু কিছু দেশের মতো কেন বন্ধের ঘোষণা হচ্ছে না? সরকার কিন্তু গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং এখানে যে চিন্তাভাবনা নেই; তা নয়। সময় মতোই আমরা পদক্ষেপ নেব। কারণ এখন এটা প্যানিকি করে কোনো লাভ নেই। আমাদের এখানে বিষয়টা ওই পর্যায়ে আসেনি এবং নতুন করে সংক্রমিত হওয়ারও কোনো কেস আমরা খুঁজে পাচ্ছি না।’

‘এই অবস্থায় সবাইকে আমরা অনুরোধ করবো এই ব্যাপারটি ধৈর্য্য ধরে অপেক্ষা করার জন্য। আমাদের এখানে যদি বিষয়টি খারাপ দিকে মোড় নেয় বা স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে সেটা অবশ্যই করা হবে। আস্থা রাখুন সরকারের প্রতি, আস্থা রাখুন প্রধানমন্ত্রীর প্রতি। তিনি যথাসময়ে যথাযথ ব্যবস্থা নেবেন।’

এসময় উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এস এম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ দফতর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহম্মেদ মান্নাফী, উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচিসহ সহযোগী সংগঠনের নেতারা।

আতঙ্ক করোনা প্যানিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর