Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংকের উদ্যোগে সিরাজগঞ্জের কাজিপুরে চিকিৎসাসেবা


১৪ মার্চ ২০২০ ১৭:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে সিরাজগঞ্জের কাজিপুরে আরডি উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু, দন্ত, গাইনি, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোহাম্মদ নাসিম, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম মুর্শারফ হুসাইন, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।

বিজ্ঞাপন

এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আশপাশের শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

অনুষ্ঠানে প্রায় ২ হাজার ৬৭১ জন রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ২৬৯ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়।

এছাড়া অভিজ্ঞ ডাক্তার দ্বারা দাঁতের রোগীদের বিশেষ চিকিৎসাসেবা দেওয়া হয়।

আরডি উচ্চ বিদ্যালয় গাইনি ডায়াবেটিস ডায়াবেটিস ও সাধারণ দন্ত বিনামূল্যে চক্ষু সাধারণ