মানিকগঞ্জে হোম কোয়ারেনটাইনে ২২১ জন
১৪ মার্চ ২০২০ ১৭:৫৫
মানিকগঞ্জ: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানিকগঞ্জে বিদেশ ফেরত ২২১ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল হক আমিন আখন্দ জানান, মানিকগঞ্জে এখনও কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। তবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা এ জেলায় ২৪ ঘণ্টায় নতুন ৫২ জনসহ প্রায় ২২১ জন প্রবাসী নিজ জেলায় ফিরেছেন। এদের কারও শরীরে করোনার কোনো উপসর্গ পাওয়া যায়নি। তবে তাদেরকে নিজ নিজ বাড়িতে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তারা যাতে ঘরের বাইরে বের হতে না পারেন সে ব্যাপারে তাদের ওপর নজরদারিও রাখা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদেশ ফেরত এক যুবক বলেন, ‘দেশের মাটিতে এসে বিপদে পড়ে গেছি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ১৪-১৫ দিন বাইরে বের হওয়া যাবে না। আগে বিদেশ থেকে বাড়ি এলে আত্মীয় স্বজন,বন্ধু-বান্ধবসহ পাড়া প্রতিবেশীরা এক নজর দেখার জন্য ছুটে আসত। কিন্তু করোনা আতঙ্কের কারণে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে।’
সিভিল সার্জন জানান, মানিকগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মানিকগঞ্জ জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পুরনো ভবনের দ্বিতীয় তলায় বড় আয়তনের ১২ জন পুরুষ ও ৫ জন নারীসহ ১৭ বেডের আইসোলেশন ইউনিট তৈরি রাখা হয়েছে।
এ ছাড়া মানিকগঞ্জ পৌর সভার কেওয়ারজানী এলাকায় আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউশনের নতুন ভবনে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট খোলা হয়েছে। বিদেশ থেকে আসা ব্যক্তিদের স্বাস্থ্যগত কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাদেরকে এ কোয়ারেনটাইনে পাঠানো হবে।
এদিকে করোনা ভাইরাস থেকে নিজেদের রক্ষার জন্য মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে মানুষজন গণ দোয়া ও কলাপাতায় সিন্নি খাওয়ার আয়োজন করে। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় দেবীনগর মসজিদের সামনে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। পরে সেখানে কলাপাতায় দুধের তৈরি সিন্নি শতশত মানুষকে খাওয়ানো হয়।