Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনা আক্রান্ত দেশ থেকে কেউ এলেই বাধ্যতামূলক কোয়ারেনটাইন’


১৪ মার্চ ২০২০ ১৮:৪০

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে যারাই আসছেন তাদের সবাইকে কোয়ারেনটাইনে থাকতে হবে। সেখানে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষার পর সরকারি উদ্যোগে তাদের বাড়িতে ফিরতে হবে। এছাড়া পরবর্তী সময়ে করোনা আক্রান্ত যেকোনো দেশ থেকে যাত্রী এলে তাকেও বাধ্যতামূলক কোয়ারেনটাইনে থাকতে হবে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশে এর আগে যে তিনজনের দেহে নভেল করোনাভাইরাস ধরা পড়েছিল তারা সুস্থ হয়ে উঠেছেন। এরই মধ্যে একজন বাড়িতে চলে গেছেন। অন্য দুজনও আগামীকাল সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যাবেন।’

তিনি বলেন, ‘ইতালি থেকে যারা আসছেন, সবাই সুস্থ আছেন। কেউ অসুস্থ নন। তাদের হজক্যাম্পে নিয়ে রেখেছি। সেখানে রেখে তাদের পরীক্ষা করব। তারা সংক্রমিত কি-না, দেখব। আমরা জেনেছি তারা অনেকে সার্টিফিকেট নিয়ে এসেছে। তারা সেখানেও কোয়ারেনটাইনে ছিল। যদি দেখি সবাই সুস্থ, সেক্ষেত্রে তাদের হোম কোয়ারেনটাইনে রাখব।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে বিশ্বের ঝুকিপূর্ণ দেশগুলো থেকে আসা এত বেশি সংখ্যক মানুষকে অরক্ষিত অবস্থায় ছেড়ে দিয়ে দেশের কোটি কোটি মানুষকে আমরা ঝুঁকিতে ফেলতে পারি না। আজ ইতালি থেকে দেশে এসেছে ১৪২ জন। রাতে আসবে ৩০-৫০ জন। আগামীকালও ১৫০ জনের আসার কথা রয়েছে। আমরা এই সময় আক্রান্ত দেশগুলো থেকে লোকজনকে না আসার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু তারপরও তারা দেশে আসতে শুরু করেছে। এজন্য পরীক্ষা-নিরীক্ষা ছাড়া আমরা তাদের বাড়ি যেতে দিতে পারি না।’

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন থেকে আক্রান্ত দেশের বিদেশ ফেরত সবাইকে কোয়ারেনটাইনে থাকতে হবে। কোয়ারেনটাইনে ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তারপর সরকারি উদ্যোগে তাদেরকে বাড়ি ফিরতে হবে। প্রয়োজনে এই নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।’

ইতালি থেকে এসে যারা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন তাদের ওপর নজর রাখা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন, ‘সারাদেশে ডিসি-ইউএনওদের নিয়ে কমিটি করা হয়েছে। তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখছি। স্থানীয়ভাবে কমিটি খুব অ্যাকটিভ। যারা এসেছে, তাদের চেকআপ করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

এদিকে শনিবার সকাল আটটার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইতালি থেকে ১৪২ জন যাত্রী ঢাকায় পৌঁছান বলে সারাবাংলাকে নিশ্চিত করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ।

কোয়ারেনটাইনে বাধ্যতামূলক স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর