Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে সব ধরনের ক্রিকেট স্থগিত


১৪ মার্চ ২০২০ ২২:১৪

করোনভাইরাসের প্রভাবে দেশের সব ধরনের ক্রিকেট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। শনিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিসিআই।

বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতে সব ধরনের ক্রিকেট বন্ধ থাকবে। এই সিদ্ধান্তের ফলে ভারতের পেটিএম ইরানি কাপ, সিনিয়র নারী ওয়ানডে নকআউট টুর্নামেন্ট, ভিজ্জি ট্রফি, সিনিয়র নারী ওয়ানডে চ্যালেঞ্জার, নারী অনূর্ধ্ব-১৯ ওয়ানডে নকআউট, নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি লীগ, সুপার লীগ এবং নকআউট, নারী অনূর্ধ্ব-১০ টি-টোয়েন্টি চ্যালেঞ্জার ট্রফি, নারী অনূর্ধ্ব-১৯ নকআউট এবং নারী অনূর্ধ্ব-২৩ ওয়ানডে চ্যালেঞ্জ স্থগিত হয়ে পড়ল।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের প্রভাব ভারতীয় ক্রিকেটে অনেক আগ থেকেই পড়তে শুরু করেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) পিছিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল সিরিজ অসম্পূর্ণ রেখেই ভারত ছেড়েছে।

উল্লেখ্য, ভারতে এখন পর্যন্ত ৮৪ জনের করোনাভাইরাসে আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। মৃত্যুবরণ করেছেন দুজন।

ক্রিকেট ভারত স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর