Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়র হলে বন্দরের সক্ষমতা বাড়াতে সহযোগিতা দেবেন রেজাউল


১৪ মার্চ ২০২০ ২২:২৮

চট্টগ্রাম ব্যুরো: মেয়র নির্বাচিত হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

শনিবার (১৪ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরীর গোসাইলডাঙ্গা ও উত্তর-মধ্যম হালিশহর ওয়ার্ডে গণসংযোগের সময় তিনি এ প্রতিশ্রুতি দেন।

বিভিন্ন পথসভায় রেজাউল করিম চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির অবলম্বন। চট্টগ্রাম বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে প্রচেষ্টা নিয়েছেন, তাকে অর্থবহ করতে আমার প্রয়াস অব্যাহত থাকবে। বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য আমার সহযোগিতা সবসময় থাকবে। বৃহত্তর চট্টগ্রামেই দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর হতে যাচ্ছে। এটাও চট্টগ্রামবাসীর বড় পাওয়া। উন্নয়নের এই প্রাপ্তিগুলোকে ধরে রাখতে হলে নির্বাচনে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই।’

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রামকে বিশ্বমানের নগরী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উদ্যোগের সহযোগী হব। কারণ তিনি আমাকে মেয়র পদে মনোনীত করেছেন। এই পদে দলের অনেকে প্রার্থী ছিলেন, তারাও যোগ্য। তারাও দলের ঐক্যের শক্তি। তাদেরকে সাথে নিয়ে চট্টগ্রামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।’

গণসংযোগে রেজাউলের সঙ্গী নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, ‘চট্টগ্রাম বন্দর এবং আশপাশের এলাকাকে উন্নত বিশ্বের আদলে একটি আধুনিক ট্রানজিট কেন্দ্র হিসাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা বাস্তবায়ন হলে বাংলাদেশ বঙ্গবন্ধুর আরাধ্য সোনার বাংলায় রূপান্তরিত হবে।’

বিজ্ঞাপন

গণসংযোগে নগর আওয়ামী লীগের ধর্ম সম্পাদক হাজী জহুর আহমদ, শ্রম সম্পাদক আবদুল আহাদসহ নেতাকর্মীরা ছিলেন।

এদিকে রেজাউলের সমর্থনে প্রচারণা চালাতে মাঠে নেমেছে যুবলীগ। শনিবার যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে নগরীর পশ্চিম বাকলিয়া, পূর্ব বাকলিয়া এবং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে গণসংযোগ করা হয়৷ এসময় অন্যান্যের মধ্যে যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ বদিউল আলম, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন ও পরিচালনা কমিটির সদস্য সচিব শহিদুল হক চৌধুরী রাসেল ছিলন।

মেয়র রেজাউল সক্ষমতা সহযোগিতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর