Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫


১৫ মার্চ ২০২০ ০৫:৩০

বাগেরহাট: মোংলা-মাওয়া মহাসড়কে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী রাজিব পরিবহনের একটি বাস ও বাগেরহাটগামী একটি রড় বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এসময়ে আহত হয়েছে অন্তত ২০জন যাত্রী। শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বাগেরহাটের হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে। আহতদের ফকিরহাট, গোপালগঞ্জ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থায় আশংকাজন বলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় দেড় ঘন্টা পর বিকাল সাড়ে ৫টায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে, তাৎক্ষনিক ভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, ঢাকা থেকে রড বোঝাই ট্রাক বাগেরহাটের দিকে যাচ্ছিল। বিকাল ৪টার দিকে ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় ঢাকামুখী রাজীব পরিবহণের যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। গুরুতর আহতদের মধ্যে হাসপাতালে নেয়ার পথে আরো ২জন মারা যায়। নিহতরা সকলে যাত্রীবাহী বাসের যাত্রী।

ওসি মো. রবিউল ইসলাম আরও জানান, নিহতদের মধ্যে তিনজন পুরুষ, একজন শিশু ও একজন নারী রয়েছেন। আহতদের ফকিরহাট, গোপালগঞ্জ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থায় আশংকাজন। দুর্ঘটনার পর বাস চলাচল বন্ধ ছিল। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক দুটি সরিয়ে নেওয়ার পর বিকেল সাড়ে ৫টায় যান চলাচল স্বাভাবিক হয়। এখনো কোনো মৃত ব্যক্তির নাম ঠিকানা শনাক্ত করা যায়নি।

বিজ্ঞাপন

নিহত ৫ বাগেরহাট সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর