Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হংকংয়ে গণতন্ত্রপন্থি নেতার কারামুক্তি


১৫ মার্চ ২০২০ ১২:০২

হংকংয়ে ২০১৪ সালের গণতন্ত্রপন্থি ‘আমব্রেলা’ আন্দোলনের নেতা চ্যান কিন ম্যান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রোববার (১৫ মার্চ) এ খবর জানিয়েছে আল জাজিরা।

মুক্তি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় চ্যান কিন ম্যান জানিয়েছেন, কারাগারের জীবন নিঃসন্দেহে কষ্টকর। গণতন্ত্রের জন্য লড়াই করতে হলে এই চরম মূল্য দিতেই হয় এর কোনো ব্যতিক্রম ঘটে না। ২০১৪ সালের আন্দোলনে নেতৃত্ব দেওয়া নিয়ে তার কোনো আক্ষেপ নেই।

বিজ্ঞাপন

এর আগে, ২০১৪ সালের ৭৯ দিন ধরে চলা গণতন্ত্রপন্থি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে চীনের অধীনে স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংকে অচল করে দেওয়ার অভিযোগে দোষী প্রমাণিত হয়েছিলেন অবসরপ্রাপ্ত সমাজতত্ত্ববিদ চ্যান কিন ম্যান।

প্রসঙ্গত, আমব্রেলা আন্দোলনের মাধ্যমে আন্দোলনকারীরা হংকংয়ের প্রধান প্রধান সরক অবরোধ জকরে অবস্থান নিয়েছিলেন। ৭৯ দিন স্থায়ী এই আন্দোলনের মাধ্যমে হংকংয়ের শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক পরিবেশ সৃশটির দাবি জানিয়েছিলেন তারা। যদিও, বেইজিং কর্তৃপক্ষ তাদের এই দাবির সঙ্গে একমত পোষণ করেননি।

শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের কাঁদানে গ্যাস থেকে বাঁচতে আন্দোলনকারীরা ছাতা ব্যবহার করতেন বলেই এ আন্দোলনের নাম হয়েছিল ‘আমব্রেলা মুভমেন্ট’।

এদিকে, ২০১৯ সালে হংকংয়ের অসমাপ্ত ‘আমব্রেলা মুভমেন্ট’ আবার ফিরে আসে। এবার সরকারবিরোধী সহিংস আন্দোলনে অংশ নেন আন্দোলনকারীরা। বন্দি প্রত্যর্পণ আইনের বিরদ্ধে এ সময় হংকংয়ের রাস্তায় অবস্থান নেন হাজার হাজার আন্দোলনকারী।

আম্ব্রেলা মুভমেন্ট কারামুক্তি গণতন্ত্রপন্থি আন্দোলন হংকং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর