Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিববর্ষ উদযাপনে ৯০ হাজার টিশার্ট দিলো বিজিএমইএ


১৫ মার্চ ২০২০ ১৩:৫৮

ঢাকা: মুজিববর্ষ উদযাপনে ৯০ হাজার টিশার্ট দিয়েছে পোশাক মালিকদের সংগঠন-বিজিএমইএ। রোববার (১৫ মার্চ) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী বাস্তবায়ন জাতীয় কমিটির প্রধান কামাল আবদুল নাসের চৌধুরীর হাতে এসব টিশার্ট তুলে দেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। টি-শার্ট ও পলো টিশার্টগুলো লাল-সবুজ রঙের।

টিশার্ট হস্তান্তর অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, ‘করোনাভাইরাসের উৎপাতে এখন আমরা একটু পরাস্ত। মুজিববর্ষের অনুষ্ঠানেও কাটছাঁট হয়েছে। লাল-সবুজের টি শার্টের মধ্য দিয়ে মুজিব ও দেশপ্রেমের প্রতি আমরা উদ্বুদ্ধ হবো। সকলের মধ্যে মুজিব বেঁচে থাকুক।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যত সুন্দর সুন্দর পোস্টার, যতোগুলো কাজ হচ্ছে এখানে; সবগুলোর মাঝে যেন আমাদের এই আদর্শটা থাকে। আমরা সকলে বলি আসলে বঙ্গবন্ধুর নাম, আদর্শকে আসলে সেভাবে কতজন ধারণ করি সেটাও ভাবতে হবে।’

রুবানা হক বলেন, ‘পোশাক খাতে এখন ভীষণ কষ্টের সময় যাচ্ছে, সংগ্রামের সময় যাচ্ছে। আমরা আশা করি, জাতির জনকের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা (পোশাক খাত) বেঁচে থাকবো এবং টিকে থাকবো।’

এসময় কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘মুজিববর্ষ উদযাপনে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান এগিয়ে আসছে। আপনারা (বিজিএমইএ) ৯০ হাজার টি-শার্ট দিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে এসব টিশার্ট পরার কথা ছিল। সেখানে বর্ণাঢ্য পরিবেশ তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সারাবিশ্বই এখন উদ্বিগ্ন। সমাবেশে না গিয়ে আমরা এখন অনুষ্ঠানসূচী ভিন্নভাবে সাজাচ্ছি। পুরো বছর জুড়ে আমাদের নানা আয়োজন থাকবে। বিভিন্ন অনুষ্ঠানে এসব টিশার্ট বিতরণ করা হবে।’

বিজ্ঞাপন

মুজিববর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর