Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছিনতাইকারীর হাতে নারী হত্যা: চার আসামি রিমান্ডে


১৫ মার্চ ২০২০ ১৮:০১

ঢাকা: রাজধানীর মুগদায় ছিনতাইকারীদের হাতে তারিনা বেগম লিপা হত্যার ঘটনায দায়ের করা পৃথক তিন মামলায় ৪ আসামির বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এ রিমান্ডে আদেশ দেন।

রিমান্ড যাওয়া চারজন হলেন- মো. মিজুয়ান মিয়া (২৯), শেখ লিটন (৩৮), মো. আবদুল মজিদ (৩৩) ও মো. রফিক হাওলাদার (৪২)।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর আরিফ আসামিদের আদালতে হাজির করে হত্যা মামলায় দশ দিন, ডাকাত ও অস্ত্র মামলায় সাত দিন করে রিমান্ডের আবেদন করেন।

এসময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের সাধারণ নিবন্ধন কর্মকর্তা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে জামিনের বিরোধিতা করেন।

‘ভোরের যাত্রীদের টার্গেট করত ছিনতাইকারী চক্র’

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের মধ্যে হত্যা মামলায় রফিকের একদিন, লিটন ও মজিদের তিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ডাকাতির মামলায় লিটন, মিজুয়ান ও মজিদের একদিন এবং অস্ত্র মামলায় এ তিন জনের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি মুগদা এলাকায় প্রাইভেটকারে থাকা ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে লিপা গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

ছিনতাইকারী ছিনতাইকারী চক্র তারিনা বেগম লিপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর