দাম বেশি রাখার অভিযোগে দারাজে র্যাবের অভিযান
১৫ মার্চ ২০২০ ১৯:০৯
ঢাকা: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে মাস্ক বিক্রির অভিযোগে অনলাইন শপ দারাজের বনানী কার্যালয়ে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ মার্চ) বিকেল ৫টায় এই অভিযান শুরু করে র্যাব।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোওয়ার আলম। তিনি বলেন, ‘বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান শুরু করেছি। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’
অভিযানে সহযোগিতা করছেন বিএসটিআই ও র্যাব-১ এর সদস্যরা।