জরুরি সভা ডেকেছে ঢাবি প্রশাসন, ৫ শিক্ষার্থীর অনশন স্থগিত
১৫ মার্চ ২০২০ ১৯:১৮
ঢাবি: করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি, শিক্ষার্থীদের অনশন, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘটনায় আগামীকাল সোমবার জরুরি সভার আহ্বান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে প্রক্টর ও ডাকসু নেতাদের অনুরোধে অনশন স্থগিত করেছেন ক্যাম্পাস বন্ধের দাবিতে অনশনরত শিক্ষার্থীরা।
রোববার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী আগামীকালের জরুরি সভা আহ্বানের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কথাই আমাদের কথা। ডাকসু নেতারাও আমাদের কাছে বিশ্ববিদ্যালয় বন্ধের কথা বলেছে। আগামীকাল সব বিভাগের চেয়ারপারসন, হল প্রভোস্ট, ইনস্টিটিউশনগুলোর পরিচালকদের নিয়ে আমাদের জরুরি সভা অনুষ্ঠিত হবে।’
বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণাসহ পাঁচ দাবি ডাকসুর
এর আগে, ক্যাম্পাস বন্ধের দাবিতে গতকাল রাত থেকে অনশনে বসেন চার শিক্ষার্থী। আজ সকালে তাদের সাথে যোগ দেন আরও এক শিক্ষার্থী। পরে আজ বিকেল পাঁচটার দিকে প্রক্টর ও ডাকসু নেতাদের অনুরোধে অনশন ভাঙেন তারা।
এদিকে, আজ দুপুরে উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয় বন্ধ করাসহ মোট পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।