করোনাভাইরাস: জবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
১৫ মার্চ ২০২০ ২১:৩২
জবি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (১৫ মার্চ) দুপুর ২টায় সব বিভাগের শ্রেণি প্রতিনিধিরা একত্রিত হয়ে দীর্ঘ এক ঘণ্টা আলোচনার পর এই ঘোষণা দেন।
বৈশ্বিক এই মহামারীর প্রাদুর্ভাব স্বাভাবিক অবস্থায় আসা পর্যন্ত এই ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বহাল থাকবে।
শিক্ষার্থীরা জানান, বিশ্বব্যাপী করোনাভাইরাসের আতঙ্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সদুত্তর না পেয়ে তারা নিজেরাই ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও জানান তারা।