Saturday 28 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস: শেকৃবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন


১৬ মার্চ ২০২০ ০৩:১৮ | আপডেট: ১৬ মার্চ ২০২০ ০৫:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস এর সতর্কতার জন্য রোববার (১৫ মার্চ) সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এর আগে এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ধরনের পরীক্ষা বন্ধের ঘোষণা দিলেও ক্লাস এর বিষয়ে তেমন কোনো তথ্য দেয়নি। কিন্তু তারপর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এর কার্যালয়ে সাধারণ শিক্ষার্থীবৃন্দের প্রতিনিধিরা এক সংবাদ সম্মেলনে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়।

রোববার সকাল ১১ টায় কনফাররেন্স রুম এ উপাচার্য ড. মো: কামাল উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে আয়োজিত করোনা মোকাবিলায় করণীয় শীর্ষক সেমিনারে রোগটি থেকে রক্ষা পেতে আতঙ্কিত না হয়ে সচেতন হবার জন্য আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

সেমিনার এ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়। বিদেশ থেকে আগত শিক্ষক শিক্ষার্থীদের কাম্পাসে উন্মুক্ত ভাবে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা ও ১৪ দিন নিজ বাসায় সেলফ কোয়ারেনটাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যে কোনো উপসর্গ্ মূলক অসুস্থতায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে যোগাযোগের জন্য বলা হয়েছে।

এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে হ্যান্ড স্যানিটাইজার রাখা, সচেতনা মূলক লিফলেট প্রকাশসহ বেশকিছু পদক্ষেপ নেবার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়ার পর থেকে শিক্ষার্থীরা আবাসিক হল গুলো ছাড়তে শুরু করেছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ২৫ শতাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছে।

করোনাভাইরাস কালস পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর