Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটারদের ভোট দেওয়া থেকে বিরত রাখতেই করোনাভাইরাসের গুজব: দুলু


১৬ মার্চ ২০২০ ০৪:৪০

বগুড়া-১ আসনের উপ-নির্বাচনের প্রচারণায় অংশ নেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার। এসময় তিনি অভিযোগ করে বলেন নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য করোনাভাইরাস ছড়িয়ে পড়ার গুজব ছড়িয়েছে সরকার।

এ সময় রুহুল কুদ্দুর তালুকদার আরো বলেন, ‘দেশে কেউ করোনায় আক্রান্ত নয়। কিন্তু তারপরেও গুজব ছড়িয়ে মোদীকে আসতে দেয়নি সরকার। কারণ মোদী ভারতে সম্প্রতি মুসলিম সম্প্রদায়ের উপর হামলা নির্যাতন চালিয়ে হত্যা করেছে। এতে বাংলাদেশের মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা মোদীকে দেশে আসতে না দিতে বিক্ষোভ মিছিলসহ সভা সমাবেশও করেছে।’

বিজ্ঞাপন

নির্বাচনে আওয়ামী লিগ সমর্থিত প্রার্থীকে জয়ী করার জন্যই করোনাভাইরাসের গুজব ছড়িয়েছে সরকার এমনটাই অভিযোগ করেন রুহুল কুদ্দুস তালুকদার। তিনি বলেন, ‘মানুষের ক্ষোভ নিরসন এবং দৃষ্টি অন্যদিকে ফেরাতে করোনাভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে সরকার। করোনাভাইরাসই যদি থাকত তাহলে নির্বাচন বন্ধ করা হচ্ছে না কেন? মুলত আতঙ্ক ছড়ানো হচ্ছে যেন সাধারণ জনগণ ভোটকেন্দ্রে যেতে না পারে। এই কারণেই ভীতি ছড়িয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে নীল নকশার আয়োজন করা হয়েছে।’

রুহুল কুদ্দুস তালুকদার দুলু রোববার (১৫ মার্চ) দুপুরে সোনাতলা উপজেলার দীগদাইড় ইউনিয়নে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আহসানুল তৈয়ব জাকিরের সমর্থনে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা সভায় একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, রেজাউল করিম বাদশাসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরো বলেন, ‘গুজব যাই ছড়ানো হোক না কেন, জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে ধানের শীষের বিজয় হবেই। কারণ এটা হচ্ছে বিএনপির এলাকা কাজেই বিএনপি এখানে জয়ী হবে। তিনি ধানের শীষে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।’

ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘ধানের শীষ জয়ী হলেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মুক্তি পাবে।’ তিনি বিএনপি নেতাকর্মীদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বানও জানান।

উল্লেখ্য, আগামী ২৯ মার্চ বগুড়া-১ আসনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। গত ১৮ জানুয়ারী আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে এ আসনটি শুন্য হয়।

করোনাভাইরাস নির্বাচন বগুড়া বিএনপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর