Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশিদের ভিসা ৩ মাস বাড়াবে বাংলাদেশ


১৬ মার্চ ২০২০ ২১:১০

করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশে বসবাসরত বিদেশিদের ভিসার মেয়াদ আগামী তিন মাসের জন্য বাড়ানো হবে।

সোমবার (১৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, ‘বৈধ ভিসা নিয়ে বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকরা তাদের ভিসার মেয়াদ তিন মাস বাড়ানোর সুযোগ পাবেন।’

ঢাকায় অবস্থিত সব কূটনৈতিক মিশন, জাতিসংঘের সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর অফিসে এ পরিপত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশে করোনভাইরাস ছড়ানো রোধের লক্ষ্যে সোমবার থেকে অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পর্কেও বিদেশি মিশনগুলোকেও অবহিত করা হয়েছে।

পরিপত্রে বলা হয়, যুক্তরাজ্য ছাড়া ইউরোপ থেকে আগত যাত্রীদের আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশে ঢোকার অনুমতি দেওয়া হবে না। যেসব দেশে বাংলাদেশ থেকে বিমান যাতায়াত স্থগিত করা হয়েছে, সেসব দেশ থেকেও বাংলাদেশে কোনো ফ্লাইট আসবে না। এছাড়া, সব দেশের যাত্রীদের জন্য অন অ্যারাইভাল ভিসা দুই সপ্তাহের জন্য স্থগিত থাকবে।

মন্ত্রণালয় জানায়, যারা করোনাভাইরাসে আক্রান্ত দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করছেন, তাদের আগমনের পরে দুই সপ্তাহের জন্য স্বেচ্ছা কোয়ারেনটাইনে রাখা হবে। বাসস।

করোনাভাইরাস দেশে অবস্থানরত বিদেশি ভিসার মেয়াদ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর