ইউরোপ আসা ৯৫ জন আশকোনা হজ ক্যাম্পে ‘কোয়ারেনটাইনে’
১৬ মার্চ ২০২০ ২৩:৪২
ঢাকা: কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসা ৯৫ জন যাত্রীকে আশকোনা হজ ক্যাম্পে নেওয়া হয়েছে কোয়ারেনটাইনের জন্য। যাত্রীদের মধ্যে ৬৮ জন এসেছেন ইতালি থেকে। বাকিরা জার্মানিসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন।
সোমবার (১৬ মার্চ) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ।
ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, সন্ধ্যা ৭টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ৯৫ জন বাংলাদেশি আসেন। এর মধ্যে ৬৮ জন ইতালি থেকে এসেছেন। বাকিরা জার্মানি সহ অন্যান্য দেশ থেকে এসেছেন। আমরা তাদের আশকোনা হজ ক্যাম্পে পাঠিয়েছি শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য।
এর আগে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৪ ফ্লাইটে সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।