শেকৃবি: জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নারে’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। কর্নারে বঙ্গবন্ধুর আত্মজীবনী, আমার দেখা নয়াচীন, কারাগারের রোজনামচাসহ বেশ কয়েকটি বই রাখা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) জন্মশতবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারে সকাল সাড়ে নয়টায় কর্নারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বঙ্গবন্ধু কর্নারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও জাতির পিতার জাতীয় ও রাজনৈতিক জীবন এর ওপরে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপাচার্য ড. কামাল উদ্দিন আহাম্মদসহ উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মো. সেকেন্দার আলী, কোষাধ্যাক্ষ ড. আনোয়ারুল হক বেগসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এছাড়াও মুজিবশতবর্ষ উপলক্ষে আজ উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে।