Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনা উপসর্গ থাকলে পোশাক শ্রমিকদের সবেতনে ছুটি দিন’


১৭ মার্চ ২০২০ ১৬:৩৯

ফাইল ফটো

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেছেন, পোশাক শ্রমিকদের জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট থাকলে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। যতদিন তারা সুস্থ না হবেন ততদিন তাদের সবেতনে ছুটি দিন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মহাখালীর আইইডিসিআর কার্যালয়ে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

অধ্যাপক ফ্লোরা বলেন, ‘কোনো কারণে পোশাক শ্রমিকদের মধ্যে করোনাভাইরাস সংক্রমিত হলে তা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়বে। কাজেই এরকম উপসর্গ থাকলে তাদের সবেতনে ছুটি দিন। এ পরামর্শ শুধু গার্মেন্টসের জন্যই নয়, অন্যান্য যেসব প্রতিষ্ঠানে অনেক কর্মকর্তা-কর্মচারী কাজ করেন, তাদেরও একই পদ্ধতি অনুসরণ করতে হবে।’

এ সময় করোনাভাইরাসের লক্ষণ ও উপসর্গ পরীক্ষা করে পোশাক শ্রমিকদের প্রতিষ্ঠানে প্রবেশ করানোর জন্য গার্মেন্টস মালিকদের পরামর্শ দেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে গার্মেন্টসের বিদেশি বায়াররা না এলেই ভালো। তবে যারা এসেছেন তারা যেন জনসমাগম রয়েছে এমন জায়গায় ভ্রমণ না করেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশে আরও দুজনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট ১০ জন করোনাভাইরাস আক্রান্ত পাওয়া গেল। এদের মধ্যে তিনজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। আর হাসপাতালে রয়েছেন সাতজন।’

আইইডিসিআর ছুটি ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা পোশাক শ্রমিক সবেতনে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর