কলেজের নির্মাণাধীন গেট ধসে ৪ জনের মৃত্যু
১৭ মার্চ ২০২০ ১৮:৩৫
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে গুল্টা বাজার শহীদ এম মনছুর আলী কলেজের নির্মাণাধীন গেট ধসে পড়ে চার জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার গুল্টা ইউনিয়নের গুল্টা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত চার জন হলেন— তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের মৃত জাহের উল্লাহর ছেলে তোজাম (৬৫), বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামের মৃত সুলতান ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (২৬), সিংড়া উপজেলার শুকাস ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে আসিফ (১৪) ও শাহজাদপুর উপজেলা বাসিন্দা গরুর ব্যাপারী খাদেম আলী (৫০)।
আহত দু’জনের একজন তালম ইউনিয়নের তালম গ্রামের শাহিনুরের ছেলে বাবু (২৩), আরেকজন লাউসন গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম (৩১)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার কলেজ মাঠে গরু-ছাগলের হাট বসে। দুর্ঘটনার শিকার ওই চার জন হাটে ঘোরাফেরা করছিলেন। এমন সময় কলেজের নির্মাণাধীন গেট ধসে তাদের মাথার ওপর পড়লে তারা গুরুতর আহত হন। পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান জানান, আমরা এ দুর্ঘটনার কথা শুনেছি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।