মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
আপনি যাকে বিশ্বাস করেন, তাকে এত বেশি বিশ্বাস করেন যে, মাঝে মাঝেই ঠকতে হয় জীবনে। বিশ্বাস রাখুন, তবে বুদ্ধিটাও খাটান।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
যে আপনাকে ভালোবাসে, সে আপনার জন্য ত্যাগ স্বীকার করবে, এ তো স্বাভাবিক। আপনিও করুন, যদি সত্যিই ভালোবেসে থাকেন।
মিথুন (২২ মে – ২১ জুন)
কর্মক্ষেত্রে বসের সাথে বচসা হবে। সাবধানে থাকুন। তর্ক না করে বুঝিয়ে বলুন আপনার অবস্থান। কাজে দেবে।
র্ককট (২২ জুন – ২২ জুলাই)
আপনি বেশ খাদ্যরসিক। আজ নতুন কোন রেস্টুরেন্টে ঢুঁ মারতে পারেন। ভাল সময় কাটবে।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
যারা অবিবাহিত, বিয়ের সিদ্ধান্ত নিয়েই ফেলুন এইবার। শীতটাও এসে গেছে, ফুলে ফুলে ঢেকে গেছে পথঘাট।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
সন্তানের সাফল্য মন ভালো করে দেবে। তাকে উৎসাহ দিন, পাশে থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
প্রেমে পড়ে যাচ্ছেন নাকি? সামনে বসন্ত। যা করবেন ভেবে চিন্তে করুন আর কি!
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
দাম্পত্য কলহ এমন একটা জিনিস, সারেন্ডার করলেই খেল খতম। কী যায় আসে?
সঙ্গী/ সঙ্গিনীকে তো ভালোবাসেনই!
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
মেজাজ খারাপ করবেন না। একটু বুঝে শুনে কথা বলুন।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারী)
টাকা পয়সা নাকি হাতের ময়লা? হতেও পারে। আফসোস কইরেন না!
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
বিশাল কেনাকাটা করার ইচ্ছে হবে। একটু সামলে! মিতব্যায়ী হওয়া ভালো।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ র্মাচ)
হঠাৎ কোন উপহার মন ভালো করে দেবে। জীবন সুন্দর, তাইনা?
সারাবাংলা/