Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ইতালিফেরত যুবক পরিবারসহ অবরুদ্ধ


১৮ মার্চ ২০২০ ০১:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: বগুড়ায় নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে এক ইতালিফেরত যুবককে পরিবারসহ অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী।

সোমবার (১৬ মার্চ) রাত থেকে বগুড়া শহরে নিজবাড়িতে ওই যুবককে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী।

এলাকার পৌর কাউন্সিলর পরিমল কুমার জানান, ইতালি থেকে ওই ব্যক্তি দেশে আসার পর তাঁকে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে কোয়ারেনটাইনে রাখা হয়। পরে সেখান থেকে তিনি পালিয়ে আসেন বলে অভিযোগ ওঠে। খবরটি পেয়ে আজ মঙ্গলবার সকালে এলাকার লোকজন তাঁর বাড়ির সামনে ভিড় জমায় এবং এলাকা ছাড়তে বলে।

তিনি বলেন, আমরা বাইরে থেকে ইতালিফেরত সেই যুবক ও তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তাদেরকে জানিয়েছি আপনারা কেউ ১৪ দিন ঘর থেকে বের হবেন না এবং এলাকাবাসীকে এ বিষয়ে নীরব থাকতে বলেছি।  ঐ পরিবারের কিছু প্রয়োজন হলে ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসককে ওই যুবকের বিষয়ে অবহিত করেছেন বলে জানান পরিমল কুমার।

বগুড়ার সিভিল সার্জন গউসুল আযম বলেন, আমাদের মেডিকেল টিম পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাড়ি থেকে তাদেরকে বাইরে যেতে নিষেধ করেছে।  পরবর্তীতে কি করা যায়  সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ইতালিফেরত যুবকের বাবা হাসেম আলী সাংবাদিকদের বলেছেন, আমার ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। বিষয়টি আমরা সিভিল সার্জন অফিসে জানিয়েছি।

করোনা আতঙ্ক কোভিড-১৯ নভেল করোনাভাইরাস বগুড়া হোম কোয়ারেনটাইন

বিজ্ঞাপন

নেইমারের গোলে সান্তোসের জয়
১৭ জুলাই ২০২৫ ১২:১৬

আরো

সম্পর্কিত খবর