Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিভাগীয় কমিশনারসহ ৬৮ জন হোম কোয়ারেনটাইনে রংপুরে


১৮ মার্চ ২০২০ ০৪:৫৬

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে বিভাগীয় কমিশনারসহ ৬৮ জনকে রংপুরে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আমিন আহমেদ খান সাংবাদিকদের এ তথ্য জানান।

আমিন আহমেদ বলেন, রংপুর জেলায় পাঁচ, গাইবান্ধায় ১৯, নীলফামারীতে ১৬, কুড়িগ্রামে ২১, লালমনিরহাটে তিন এবং দিনাজপুরে তিন জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এরা সবাই নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে।

তিনি বলেন, হোম কোয়ারেনটাইনে থাকা ব্যক্তিদের আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। তারা ভালো আছেন। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন সবাই। গুজব ছড়াবেন না।

তিনি আরও বলেন, চারদিন আগে যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম। যদিও তিনি সুস্থ আছেন, এরপরও আপাতত রংপুর সার্কিট হাউসে রাখা হয়েছে তাকে।

এদিকে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, হোম কোয়ারেনটাইনে যারা আছেন তারা সবাই সুস্থ আছেন। আশেপাশের মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। যারা বিদেশ থেকে এসেছে তাদের দেহে করোনা ভাইরাস আছে কি-না, তা নিশ্চিত হওয়ার জন্য ১৪ দিন পর্যবেক্ষণ করা হবে।

করোনাভাইরাস বিভাগীয় কমিশনার হোম কোয়ারেনটাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর