Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে ১১ বছরের কিশোর ধর্ষণ


২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক

পাকিস্তানের সিন্ধু প্রদেশের শুক্কুর শহরে ধর্ষণের শিকার ১১ বছরের এক কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরটি পরিবার ও পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে ছেলেটি অবস্থা সংকটাপন্ন।

ছেলেটির একজন চাচা সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ছেলেটিকে ২৫ ফেব্রুয়ারি রাতে স্থানীয় একটি বাজারে পাঠানো হয়েছিল রুটি আনতে। তখন ধর্ষণকারী তার পথরোধ করে এবং তাকে ফুসলিয়ে নিজের কাছে নিয়ে যায়। এরপর তাকে যৌন নির্যাতন করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।

আহত ছেলেটি কোনোভাবে বাড়ি ফিরে আসে। পরিবারের লোকেরা তাকে থানায় নিয়ে যায় এবং হাসপাতালে ভর্তি করে।
অভিযুক্তের পরিবার আরও জানায়, এলাকার এক প্রভাবশালী পরিবার তাদের মামলা না করতে চাপ প্রয়োগ করছে।

বিজ্ঞাপন

স্থানীয় পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন এ ঘটনায় তারা মামলা গ্রহণ করেছে। তিনি জানিয়েছেন, ছেলেটির মেডিকেল রিপোর্ট আসলেই তারা তদন্ত শুরু করবে।

তিনি আরও বলেন, পুলিশ অভিযুক্তকে ধরার চেষ্টা করছে। আশা করছেন দ্রুতই সে ধরা পরবে।

সারাবাংলা/এমএ

কিশোর ধর্ষণ পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর