Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনামূল্যে বিতরণের জন্য শেকৃবি’তে হ্যান্ড স্যানিটাইজার তৈরি


১৮ মার্চ ২০২০ ০৯:৩৩

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের শিক্ষকরা তৈরি করেছেন হ্যান্ড স্যানিটাইজার। সম্প্রতি ছড়িয়ে পড়া করোনাভাইরাসের (কোভিড -১৯) বিস্তার রোধে সচেতনতার অংশ হিসেবে স্যানিটাইজারগুলো বিনামূল্যে বিতরণ করা হবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ আনুষ্ঠানিকভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি কার্যক্রম উদ্বোধন করেন। শুরুতেই এক হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরির পরিকল্পনা নিয়ে গত দুদিনে প্রায় ৫০০ বোতল তৈরির কাজ শেষ হয়েছে।

কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘নিজস্ব অর্থায়নে প্রাথমিকভাবে এক হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে আমরা ৫০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছি। আগামীকাল থেকে এগুলো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণের মাঝে বিনামূল্যে বিতরণের পরিকল্পনা রয়েছে। আমাদের আর্থিক সংকট রয়েছে। বিনামূল্যে বিতরণের জন্য ব্যাপকভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরির দরকার হলে, আমরা তা করতে রাজি আছি। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তা নেওয়া হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘কৃষি রসায়ন বিভাগের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের এ সময়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তায় অগ্রাধিকারভিত্তিতে যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

সরকারি আদেশ অনুযায়ী, আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও খোলা থাকবে জরুরি দফতরগুলো। তাই বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে দুই জায়গাতেই বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের সুযোগ পাবেন সবাই।

বিনামূল্যে বিতরণ শেকৃবি হ্যান্ড স্যানিটাইজার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর