Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাইডেন চমকে ফিকে হয়ে যাচ্ছেন স্যান্ডার্স


১৮ মার্চ ২০২০ ১১:১৬ | আপডেট: ১৮ মার্চ ২০২০ ১২:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবি – দ্য ডেইলি বিস্ট

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেমোক্রেট দল থেকে কে প্রতিদ্বন্দ্বীতা করবেন – তা নির্ধারণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে ডেমোক্রেটিক প্রেসিডেন্সিয়াল প্রাইমারি। তার সর্বশেষ আয়োজনে হ্যাট্রিক বিজয় ছিনিয়ে এনে দৌড় থেকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বি ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সকে সরিয়ে দিয়েছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৮ মার্চ) এ খবর জানিয়েছে বিবিসি।

এর আগে, ফ্লোরিডা, ইলিনয় এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যে ডেমোক্রেট দলের প্রার্থী নির্ধারণে ডেলিগেটদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ওই তিন রাজ্যে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন জো বাইডেন। সাম্প্রতিক বাইডেনের চমকে ফিকে হয়ে যাচ্ছেন স্যান্ডার্স।

বিজ্ঞাপন

তিন রাজ্যে বিজয়ী হওয়ার পর বাইডেন বার্নি স্যান্ডার্স সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেনো ডেমোক্রেটদের বৃহৎ স্বার্থ বিবেচনা করে মত পরিবর্তন করে বাইডেনকে সমর্থন জানান।

এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ফ্লোরিডায় জো বাইডেন পেয়েছেন ৬২ শতাংশ সমর্থন। বার্নি স্যান্ডার্স পেয়েছেন ২৩ শতাংশ সমর্থন।

ইলিনয়ে বাইডেন ৫৯ শতাংশ এবং স্যান্ডার্স ৩৬ শতাংশ সমর্থন পেয়েছেন।

যদিও, অ্যারিজোনার সম্পূর্ণ ফলাফল প্রকাশিত হয়নি তারপরও আংশিক ফলাফলে এগিয়ে আছেন বাইডেন।

এর মধ্য দিয়ে সর্বশেষ ২১ রাজ্যের ভোটে ১৬টিতেই জয়ী হলেন জো বাইডেন।

প্রসঙ্গত, সুপার টিউসডে থেকেই বাইডেন স্যান্ডার্সকে ছাড়িয়ে যাওয়া শুরু করেছেন। তার আগপর্যন্ত বার্নি স্যান্ডার্সের জয়জয়কার ছিল ডেমোক্রেট শিবিরে। যদিও জুলাইয়ে অনুষ্ঠিতব্য ডেমোক্রেট দলের কাউন্সিলে দলের চূড়ান্ত প্রার্থী নির্ধারিত হবে। তার জন্য ১৯৯১ জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন হবে বিজয়ী প্রার্থীর।

জো বাইডেন বার্নি স্যান্ডার্স মার্কিন প্রেসিডেন্ট -২০২০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর