‘বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে তারা আস্তাকুঁড়ে নিক্ষেপ হবে’
১৮ মার্চ ২০২০ ১৪:১১
ঢাকা: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা অস্বীকার করে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হবে বলে মন্তব্য করেছেন ড. হাছান মাহমুদ।
বুধবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ১৮ বছর পূর্তির অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু সম্পর্কে বলেছেন, তিনি সমগ্র পৃথিবীর মানুষের কাছে প্রেরণার উৎস এবং অনুকরণীয় নেতা। কিন্তু আমাদের দেশের বিএনপি-জামায়াত জোট তা অস্বীকার করে। তাই তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হবে।’
মোদিসহ বিভিন্ন দেশের নেতরা বঙ্গবন্ধুকে প্রেরণার উৎস হিসেবে চিহ্নিত করেছেন বলে জানান ড. হাছান মাহমুদ।
করোনা পরিস্থিতি নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি নেতারা সরকারকে দায়ী করছে যে, করোনা প্রতিরোধে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি নেই। কিন্তু তারা নিজেরা লিফলেট বিলির মাধ্যমে তাদের দায়িত্ব সীমাবদ্ধ রেখেছে।’