Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেলিটক কার্যালয়ে মুজিব কর্নারের উদ্বোধন


১৮ মার্চ ২০২০ ১৪:৫০

ঢাকা: টেলিটক কার্যালয়ে মুজিব কর্নারের উদ্বোধন করা হয়েছে। কর্নারটিতে বঙ্গবন্ধুর দুর্লভ ছবির প্রদর্শনী ও ভাষণ প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাজধানীর গুলশানে টেলিটকের প্রধান কার্যালয়ে কর্নারটির উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাহাব উদ্দিনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘জনসমাগম এড়িয়ে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে। তবে বাংলাদেশের সব মানুষই তা দেখেছে। টেলিভিশন ও সোস্যাল মিডিয়ার মাধ্যমে পুরো অনুষ্ঠান তারা উপভোগ করেছেন। এটি সম্ভব হয়েছে ডিজিটাল মিডিয়া এগিয়ে যাওয়ার কারণে, ডিজিটাল বাংলাদেশ প্রবর্তনের ফলে।’

তিনি বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে ১০ কোটি মোবাইল গ্রাহককে বঙ্গবন্ধুর ভাষণ শোনানো হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে নম্বরগুলোতে কল দিয়ে বঙ্গবন্ধুর অমর কবিতা শোনানো হয়েছে। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে দেশের ৫ কোটি পরিবারের কাছে ডাকযোগে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বাণী সংবলিত পোস্টকার্ড পৌঁছে দেওয়া হচ্ছে।’

মন্ত্রী আরও বলেন, ‘টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিটি প্রতিষ্ঠানে মুজিব কর্নার করা হবে। টেলিটকেই প্রথম করা হয়েছে। বঙ্গবন্ধুর চেতনা ছড়িয়ে পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানেই কর্নার করা হবে।’

টেলিটকের এমডি সাহাব উদ্দিন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে জায়গা অল্প। আমরা স্বল্প পরিসরেই মুজিব কর্নার করেছি। মুজিববর্ষ উপলক্ষে সারাবছর ব্যাপীই আমাদের পোগ্রাম রয়েছে। শীঘ্রই আমরা বিশেষ ডাটা প্যাকেজ বা অফার দেবো, যা হবে গ্রাহকের জন্য খুবই আকর্ষনীয়।’

বিজ্ঞাপন

টেলিটক মুজিবকর্নার মুজিববর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর