Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিববর্ষে বিনা খরচে হাজার কর্মী বিদেশে পাঠাবে বায়রা


১৮ মার্চ ২০২০ ০৬:৩০

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ উপলক্ষে আগামী এক বছর বিনা খরচে এক হাজার কর্মীকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)।

সংস্থাটির প্রেসিডেন্ট বেনজীর আহমেদ বলেন, পারিপার্শ্বিক পরিস্থিতি ভালো থাকলে আগামী একবছর বায়রার সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশে স্বল্প ব্যয়ে দক্ষ কর্মী পাঠাবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী একবছরে বিনা খরচে অথবা নামমাত্র খরচে একহাজার কর্মীকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে বায়রা। আলোচনা সভায় বায়রা সভাপতি এসব কথা বলেন।

বায়রা সভাপতি বেনজির আহমেদ বলেন, বঙ্গবন্ধু পরিবার বঙ্গবন্ধুকে নিয়ে গর্ববোধ করতেন। কেননা স্কুলজীবন থেকেই বঙ্গবন্ধু ছিলেন মানবিক ও পরোপকারী। অন্যের বিপদে এগিয়ে যেতেন। শত প্রতিকূল পরিবেশও বঙ্গবন্ধুকে থামিয়ে রাখতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বঙ্গবন্ধু কর্মচারীদের দাবি-দাওয়ার আন্দোলনকে সমর্থন করেছিলেন। বঙ্গবন্ধু আমৃত্যু দেশ ও দেশের মানুষের কল্যাণের কথা ভেবেই সংগ্রাম চালিয়ে গেছেন।

সংসদ সদস্য বেনজির আহমেদের সভাপতিত্বে সংগঠনের নির্বাহী কমিটির সদস্য গোলাম মাওলা রিপন, সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন, বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বায়রা’র পক্ষ থেকে আগামী একবছর বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

বায়রা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বিদেশে শ্রমিক পাঠানো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর