Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাইরেও করোনা পরীক্ষার ব্যবস্থা হচ্ছে: আইইডিসিআর


১৮ মার্চ ২০২০ ২৩:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ঢাকার বাইরে আইইডিসিয়ার’র তত্ত্বাবধানে কয়েকটি স্থানে নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে কয়েকটি গবেষণাগারে এ পরীক্ষা শুরু হবে।

বুধবার (১৮ মার্চ) রাজধানীর মহাখালীতে আইইডিসিআর’র সম্মেলন কক্ষে করোনাভাইরাস নিয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

অধ্যাপক ফ্লোরা বলেন, ‘আমাদের রোগীর সংখ্যা এখন আস্তে আস্তে বাড়ছে। অ্যাপোডেমিক্যালি এটা প্রত্যাশিত যে কিছু রোগী বাড়বে। সেই দিক থেকে এই রোগের পরীক্ষাটি আমরা আইইডিসিআরে আর কতদিন রাখব এবং ব্যাকআপ হিসেবে কোন কোন ল্যাবে যাবে, সেটা ঠিক করা ছিল।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এরপরও আমরা পরিকল্পনাটি আরও আপডেট করছি। আগামী এক সপ্তাহের মধ্যে কিছু কিছু ল্যাবে আমরা পরীক্ষার ব্যবস্থা করব।কিন্তু নমুনা পরীক্ষার ব্যবস্থাটা আইইডিসিআরের সার্বিক তত্ত্বাবধানেই হবে। কোনো কেইস যদি ডিটেক্ট হয়, তার কন্টাক্ট ট্রেসিং করা, তার সম্পর্কে তথ্য জানা এবং এই কন্টাক্টকে ট্র্যাকিং করা এটা কেবল আইইডিসিআরের দায়িত্ব। এজন্য আমাদের প্রশিক্ষিত লোকবল আছে।’

উল্লেখ্য, বাংলাদেশে এখনো রোগী শনাক্তে বর্তমানে শুধু ঢাকায় আইইডিসিআরে অসুস্থ ব্যক্তিদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। ঢাকার বাইরে কারও পরীক্ষার প্রয়োজন হলে নমুনা পাঠানো হচ্ছে আইইডিসিআরে।

আরও পড়ুন

করোনাভাইরাস: যুক্তরাজ্যে একদিনে ৩২ জনের মৃত্যু
করোনাভাইরাস: চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ ঘোষণা
বাংলাদেশে করোনায় একজনের ‍মৃত্যু

করোনা শনাক্ত করোনাভাইরাস কীট ভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর