নওগাঁয় ৯৯ জন প্রবাসী হোম কোয়ারেনটাইনে
১৯ মার্চ ২০২০ ০১:০৪
নওগাঁ: করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব রোধে নওগাঁয় ৯৯ জন প্রবাসীকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত করোনা ভাইরাসে নওগাঁয় কেউ আক্রান্ত হয়নি।
এ বিষয়ে নওগাঁ জেলার সিভিল সার্জন আখতারুজ্জামান জানান, গত কয়েকদিনে বিভিন্ন দেশ থেকে আসা ৯৯ জনকে বর্তমানে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তাদের ১৪ দিন সময় পর্যন্ত বাড়িতে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। সব সময় তাদের দেখভাল করা হচ্ছে। তাদেরকে বাইরে ঘোরাফেরা না করে বাড়িতে অবস্থানের পরামর্শ দেয়া হচ্ছে।
তিনি আরও জানান, ১৪ দিনের মধ্যে যদি তাদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়াও নওগাঁর ধামইরহাটে একজন হোম কোয়ারেনটাইনে থেকে বাহিরে বের হওযায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার জরিমানা করা হয়েছে।