Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চসিক নির্বাচন: বিদ্রোহীর সমর্থক আ.লীগ নেতা খুন


১৯ মার্চ ২০২০ ০১:১৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে ছুরিকাঘাতে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি ওই ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোরশেদ আকতার চৌধুরীর সমর্থক ছিলেন।

বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে দক্ষিণ কাট্টলীর প্রাণহরি দাশ রোডে সরাইপাড়া লোহার পুল এলাকায় মোরশেদ আক্তার চৌধুরীর বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনার জন্য আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইলকে দায়ী করেছেন মোরশেদ।

জানা গেছে, মৃত আনোয়ার জাহিদ তানভীর (৪৫) নগরীর পাহাড়তলী থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

মোরশেদ আক্তার চৌধুরী সারাবাংলাকে জানান, তানভীর তার নির্বাচনী ক্যাম্পে বসা ছিলেন। সোহেল, আকতার, রিপন, নেছারসহ ইসমাইলের অনুসারী কয়েকজন সন্ত্রাসী গিয়ে তার ওপর হামলা করে। এসময় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভুঁইয়া সারাবাংলাকে বলেন, পেটে ছুরিকাঘাতে গুরুতর জখম অবস্থায় একজনকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) ফারুকুল হক সারাবাংলাকে বলেন, ‘দুই প্রার্থীর সমর্থকরা পৃথকভাবে সভা করছিলেন। পরিস্থিতি শান্ত ছিল। দু’পক্ষ মারামারিও করেনি। হঠাৎ কিভাবে তানভীরের ওপর হামলা হল, সেটা আমরা খতিয়ে দেখছি। মোরশেদ আক্তার চৌধুরী দাবি করেছেন, তানভীর উনার সমর্থক। উনার তথ্য অনুযায়ী আমরা সন্দেহভাজন একজনকে আটক করেছি।’

মোরশেদ আক্তার চৌধুরী ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। দলের সমর্থন না পেয়ে তিনি এবার বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আর আওয়ামী লীগের সমর্থন পাওয়া ইসমাইল দলটির দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সভাপতি।

বিজ্ঞাপন

মোরশেদ দাবি করেছেন, ইসমাইলের নির্দেশে সন্ত্রাসীরা তানভীরকে হত্যা করেছে।

এ ব্যাপারে বক্তব্য জানতে ইসমাইলকে কয়েক দফা ফোন করেও সাড়া পাওয়া যায়নি।

ঘটনার পর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে উত্তেজনা বিরাজ করছে। দু’পক্ষ পাল্টাপাল্টি মিছিল বের করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আ.লীগ বিদ্রোহী প্রার্থী চট্টগ্রাম নগরী ছুরিকাঘাতে খুন টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর