Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ চালের দাম বৃদ্ধি: ঘরে ঘরে মজুদ করার প্রবণতা


১৯ মার্চ ২০২০ ০৩:৫৬

ফাইল ছবি

ঝালকাঠি: হঠাৎ করে ঝালকাঠিতে চালের দাম বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের মধ্যে চাল কিনে ঘরে মজুদ করার প্রবণতা বেড়েছে। করোনা আতংকে চালের বাড়তি দাম এবং মজুদের প্রবণতা সৃষ্টি হয়েছে। তবে বিক্রেতাদের দাবী গত এক সপ্তাহ ধরে পাইকারী দাম বাড়ায় খুচরা বাজারে প্রভাব পড়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে ঝালকাঠি শহরের বারচালার চাল বাজারে গিয়ে দেখা যায় নিত্য প্রয়োজন ছাড়াই বাড়তি চাল কিনছেন অনেকেই। অজানা শংকা থেকেই এ চাল কেনার প্রবণতা সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

বাজার ঘুরে দেখা গেছে বস্তাপ্রতি মোটা চালের দাম বেড়ে ১০০ টাকা আর চিকন চাল বস্তা প্রতি বেড়েছে ৫০ টাকা। ২ থেকে ৫ টাকা খুচরা কেজি প্রতি দাম বেড়েছে। কিছু কিছু অসাধু বিক্রেতারা হঠাৎ করে কৃত্তিম দাম বৃদ্ধি করে বাড়তি মুনাফা লাভ করছেন বলে অভিযোগ রয়েছে। তবে বিক্রেতারা দাবী করেছেন, গত এক সপ্তাহ ধরে পাইকেরী পর্যায় বেশি দামে কিনতে হচ্ছে বলে খুচরা বাজারে প্রভাব পড়েছে। আর সাধারণ ক্রেতারা বলছেন, আশস্কা থেকেই তারা চাল কিনে রাখছেন।

করোনাভাইরাসের প্রভাব চাউলের দাম বৃদ্ধি ঝালকাঠি বাড়তি দাম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর