করোনাভাইরাস: ইতালিতে মরদেহ সৎকারে নেমেছে সেনাবাহিনী
১৯ মার্চ ২০২০ ১১:৪৭
চীনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৯ মার্চ) পর্যন্ত ইতালিতে মারা গেছেন দুই হাজার ৯৭৮ জন। আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৭১৩ জন। এমন পরিস্থিতি সামাল দিতে মরদেহ সৎকারের নির্ধারিত স্থানগুলো (ক্রিমেটোরিয়াম) হিমশিম খাচ্ছে। তাই, মরদেহ সৎকারে জরুরি সহায়তা নিয়ে মাঠে নেমেছে দেশটির সেনাবাহিনী। খবর স্কাই নিউজ।
স্থানীয় আনসা নিউজ এজেন্সি জানিয়েছে, ইতালিতে করনোভাইরাসের ভয়াবহ আক্রমণে সবচেয়ে সঙ্গিন দশা বারগামো শহরের। মিলান থেকে উত্তরপূর্বে লম্বারডি অঞ্চলের ওই শহরে ইতোমধ্যেই ৯৩ জন মারা গেছেন। প্রতিদিন এই সংখ্যা বাড়ছে। বারগামো থেকে মরদেহগুলো আপাততঃ মোদেনা, আক্যুই, টেরমি, ডোমডোশলা, পারমা, পিয়াসেনযাসহ অন্য আরও কয়েকটি শহরে সরিয়ে নেওয়া হচ্ছে। সৎকারের পর ভস্ম আবার বারগামোতে ফিরিয়ে আনা হবে। এই কাজে সহায়তা করছে সেনাবাহিনী।
https://twitter.com/WarsontheBrink/status/1240528511514873862
এদিকে বারগামো শহর কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানিয়েছেন, শহরের মরদেহ সৎকারকেন্দ্র সর্বশক্তি নিয়োগ করেও দিনে ২৫টির বেশি মরদেহ সৎকার করতে পারে না। অনেকেই করোনাভাইরাসের নির্ধারিত পরীক্ষা সম্পন্ন করার আগেই মারা যাচ্ছেন। তাই, মরদেহ সৎকারের কাজে সেনাবাহিনী জরুরি সহায়তা দিচ্ছে।
এছাড়াও, রয়টার্সের একজন সংবাদদাতা জানিয়েছেন, ঘন্টায় দুইটি করে মরদেহ সৎকারের কাজ করতে পারছেন সংশ্লিষ্টরা। হাসপাতাল ও সৎকারকেন্দ্রের মর্গগুলো মরদেহে পরিপূর্ণ হয়ে গেছে। এমনকি শেষকৃত্যের সময়েও মৃতের আত্মীয়রা মাত্র কয়েক মিনিটের জন্য শেষশ্রদ্ধা জানানোর অনুমতি পাচ্ছেন।