Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা


১৯ মার্চ ২০২০ ১৬:৫২

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চট্টগ্রাম নগরীতে হোটেল, ক্লাব ও কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান আয়োজন বন্ধ ঘোষণা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে সামাজিক অনুষ্ঠানের জন্য হোটেল, ক্লাব ও কমিউনিটি সেন্টার ভাড়া না দেওয়ার জন্য মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান এ আদেশ দিয়েছেন।

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-মিডিয়া) আবু বক্কর সিদ্দিক সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসমাগম হতে পারে এমন কোনো অনুষ্ঠান আয়োজনের বিষয়ে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এর আগে বুধবার (১৮ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরীর সকল বিনোদন স্পটে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

চট্টগ্রাম নিষেধাজ্ঞা সামাজিক অনুষ্ঠান সিএমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর