Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল


১৯ মার্চ ২০২০ ১৭:০০

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক সংবাদ এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আমরা সবাই কাজ করছি। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সব অধিদফতর, অধিদফতর ও সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটি বাতিলের আদেশ বহাল থাকবে।

জাহিদ মালেক আরও বলেন, বাংলাদেশ বিশের অন্যান্য আক্রান্ত দেশের তুলনায় তুলনামূলকভাবে ভালো আছে। আমাদের আক্রান্তের হার কম, মৃত্যুও হয়েছে একজনের। যে ব্যক্তি মারা গেছেন, তিনি বয়স্ক ছিলেন। একইসঙ্গে তিনি অন্যান্য রোগেও ভুগছিলেন।

কোভিড-১৯ জাহিদ মালেক নভেল করোনাভাইরাস স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর