রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
১৯ মার্চ ২০২০ ১৯:২৮
রাজশাহী : করোনাভাইরাস ছড়ানোর শঙ্কায় রাজশাহী থেকে ঢাকা রুটে সব ধরনের যাত্রীবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের যৌথ সিদ্ধান্তের পর বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল থেকে সব বাস বন্ধ করে দেওয়া হয়। তবে অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে বাস চলাচল করবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
রাজশাহী বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, ‘করোনাভাইরাসের প্রভাবে মানুষের যাতায়াত কমে গেছে। বাসে যাত্রী কম হচ্ছে, অন্যদিকে আয় হচ্ছে না তেমন। এ ছাড়াও বাসের যাত্রীদের মাধ্যমে কারোনাভাইরাস ছড়াতে পারে। এ বিষয়গুলো বিবেচনা করে রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।’
পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আন্তঃজেলা রুটে সীমিত আকারে বাস চলাচল করবে বলেও জানান তিনি।
এদিকে রাজশাহী বিভাগে বিদেশ ফেরত ১৮৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
রাজশাহী বিভাগের জেলাগুলোতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত কোনো রোগীর সন্ধান মেলেনি। তবে বিদেশ ফেরত ১৮৩ জনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য।
ডা. গোপেন্দ্রনাথ আচার্য জানান, এ পর্যন্ত বিভাগের আট জেলায় ৮০৯ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেনটাইনে রাখা হলেও এ মুহূর্তে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১৮৩ জন।
এর মধ্যে রাজশাহী জেলায় ১৬ জন, নওগাঁতে ৪১, নাটোরে ৯, জয়পুরহাটে ১৭, বগুড়ায় ৩৪, সিরাজগঞ্জে ৩৬ ও পাবনায় ৩০ জন।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় কেউ হোম কোয়ারেনটাইনে নেই।