Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশেষ ফ্লাইটে সৌদি আরব থেকে এলেন ৪০৬ জন


১৯ মার্চ ২০২০ ১৯:৩৪

ঢাকা: সৌদি এয়ারলাইন্সের বিশেষ (এসভি-৯৬০) ফ্লাইটে সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছেন ৪০৬ জন। ফ্লাইটে ওমরাহ’র যাত্রীরাও রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার সাজ্জাদ।

তিনি জানান, ফ্লাইটে মোট ৪০৬ যাত্রী এসেছেন। তাদের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কারও করোনার লক্ষণ পাওয়া গেলে সোজা কুয়েত হাসপাতালে পাঠানো হবে। আর না পাওয়া গেলে তাদেরকে হোম কোয়ারেনটাইনে থাকতে বলা হবে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে সৌদি এয়ারলাইন্সের সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

দেশে ৪০৬ জন বিশেষ ফ্লাইট সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর